আজকের পত্রিকা ডেস্ক
‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীতে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চার জেলায় গতকাল রোববার শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। এসব সভায় বক্তারা পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান।
বাগেরহাটে দিবসটি উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, খুলনার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সরোজিত সরকার, পরিদর্শক মো. সরোয়ার আলম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সবুজ পৃথিবী গড়তে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে আহ্বান জানান।
ফরিদপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বেলা ১১টার দিকে আলোচনা সভা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হযরত আলী, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, পাটকল কর্মী ও ব্যবসায়ী আবদুল্লাহ, কামাল হোসেন, রাকিবুল আলম, সিরাজ খলিফা প্রমুখ বক্তব্য দেন।
রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, যা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
সভায় বক্তারা পাট ও পাটজাত পণ্যের ব্যবহার, পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ, বাজারজাতকরণ ও গুদামজাতকরণ বিষয়ে আলোচনা করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আজিমুল ইসলাম, জেলা পাট পরিদর্শক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।