হোম > ছাপা সংস্করণ

অবৈধ দেড় শ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর তিন স্থানে খাল-নালা ও নর্দমার ওপর থেকে অন্তত দেড় শ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। বিশেষ কোর্ট ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রথমে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সাংবাদিক হাউজিং সোসাইটির গেট থেকে প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরে মুরাদপুর মোড় ও বকশীর বিট এলাকায় অভিযান চালানো হয়। এ দুই স্থানে আরও ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে অংশ নেওয়া সিডিএর ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, অভিযানের সময় অন্তত দেড় শ অবৈধ স্থাপনার সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে। বাকি স্থাপনা সরাতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

অভিযানে অন্যদের মধ্যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী, সিডিএর নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন