Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি

শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার কলিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহত কলির পরিবার। এ ঘটনার বিচার ও জাবেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলির লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনসহ এলাকাবাসী।

গতকাল রোববার সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তাঁরা। এর আগে গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে কলির লাশ আনা হয়।

মানববন্ধনে কলির স্বজনেরা জানান, এসআই মিজানুর রহমান জাবেদ ও নিহত ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু জাবেদ বিভিন্ন সময় কলিকে মারধর করতেন। এ ছাড়া পাশের বাসার এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন জাবেদ। এ ছাড়া বেআইনিভাবে টাকা আয় করতেন জাবেদ। এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এর জেরে ৬-৭ মাস আগে কলিকে মারধর করলে তাঁর মাথায় ও চোখে আঘাত পান। এসব ঘটনা নিয়ে প্রতিবাদ করলে জাবেদ কলিকে হত্যার হুমকি দেন।

গত শুক্রবার বিকেলে কলিকে মারধর করেন জাবেদ। এতে তাঁর মৃত্যু হলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানানো হয়। কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে গতকাল সকালে হালিশহর থানায় একটি মামলা করেন কলির বাবা আহছান উল্যাহ্। এ ঘটনায় একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন বলেন, এ ঘটনায় নিহত কলির বাবা বাদী হয়ে এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ