বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা। নাম ‘অভিযান’। গতকাল মুক্তি পেয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় সিনেমাটির কাজ শুরু হয়। তাঁর যুবক বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সৌমিত্র নিজেও অভিনয় করেছেন ‘অভিযান’-এ।
মুক্তির আগে পয়লা বৈশাখের দিন কলকাতায় হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। এর সহপ্রযোজক হিসেবে আছেন অরিত্র সেন। তাঁর নিমন্ত্রণেই প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার সুযোগ হয় বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের। পয়লা বৈশাখের দিন ঢাকায় না থাকতে পেরে কিছুটা আফসোস ছিল এই অভিনেত্রীর। তবে সেই খারাপ লাগাটা ঘুচিয়ে দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত বায়োপিক ‘অভিযান’ উপভোগ করার সুযোগ। বায়োপিকটি দেখে খুবই মুগ্ধ তারিন জাহান।
তারিন যোগ করেন, ‘শিল্পীর জীবনে কত ধরনের যে উত্থান-পতন থাকে, কত ধরনের সংগ্রাম থাকে, কত মিথ্যাকে যে সত্য ভাবা হয়, আর কত সত্য যে ঢাকা পড়ে যায়, তা নতুন করে উপলব্ধি হলো অভিযান উপভোগ করে। বয়স বাড়লেই যে শিল্পী ফুরিয়ে যান না, তিনি তা প্রমাণ করে গেছেন। এবারের পয়লা বৈশাখে এমন একটি বায়োপিক উপভোগ করতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার মনে হয়, এই বায়োপিক প্রত্যেক শিল্পীর আগ্রহ নিয়ে দেখা উচিত।’