Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

ইউপি সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নের লালজানপাড়ায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল করিম বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত ব্যক্তিরা হলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল করিম (৫৫), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মেয়ে হালিমা বেগম (২০)।

আব্দুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার দখলীয় একটি খাসজমি জোর করে দখলের চেষ্টা করছিলেন ভাই আব্দুল কাদের ও রুহুল আমিন। গত শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান তাঁদের পক্ষ হয়ে আমার ওপর চড়াও হয়। এ সময় আমার পরিবারের সদস্যরা এগিয়ে এলে গোলাম রহমানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ইউপি সদস্য গোলাম রহমান আমাকে পিটিয়ে জখম করেছে। তার লাঠির আঘাতে আমার মাথা ফেটে গেছে। তার সঙ্গে থাকা লোকজনের হামলায় আমার স্ত্রী মনোয়ারা বেগমের পায়ে ও মেয়ে হালিমা বেগম জখম হয়েছে।’

মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য গোলাম রহমান বলেন, ‘জমি নিয়ে ভাইদের ঝামেলা মেটাতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি কাউকে মারধর করিনি।’

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ