Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাস ধর্মঘটে মানুষের ভোগান্তি চরমে

শিপুল ইসলাম, রংপুর

বাস ধর্মঘটে মানুষের ভোগান্তি চরমে

‘হঠাৎ করি বাস বন্ধ করি দেয়, এটা কেমন কথা। মানুষের তো ঠেকা-বেঠেকা থাকে। আইজ গাড়ি বন্ধ থাকায় নাতনিটা নিয়া ওর মায়ের কাছোত যাবার পানু না।’

গতকাল শুক্রবার রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে কথাগুলো বলছিলেন হাজীরহাট এলাকার বাসিন্দা রমজান আলী। তিনি ৯ বছরের নাতনিকে নিয়ে রাজশাহী যাওয়ার জন্য বাস খুঁজছিলেন। যখন জানলেন সেখানে ধর্মঘট চলছে, তখন ফ্যাকাশে মুখে নাতনিকে নিয়ে বাড়ির পথে হাঁটা দেন।

রমজান জানান, তাঁর মেয়ে মল্লিকা বেগম রাজশাহীতে থাকেন। নাতনি মিথিলা আক্তার তাঁদের সঙ্গে থাকেন। কয়েক দিন ধরে মিথিলা মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করছিল। তাই গতকাল শিশুটিকে নিয়ে যেতেই তিনি টার্মিনালে এসেছিলেন। এখান তাকে পরের দিন নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে ফেরত যেতে রাজি করিয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহন আইন সংশোধন, মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে বিএনপির লোকজন বলছেন, তাঁদের শনিবারের বিভাগীয় সমাবেশে বাধা দিতে সরকারের ইন্ধনে বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

এমন অবস্থায় রাজশাহী বিভাগগামী রংপুরের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। গতকাল সিটি বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, রাজশাহী রুটের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো টিকিট বিক্রি হয়নি। এ ছাড়া নগরীর মডার্ন মোড়, মিঠাপুকুরের জায়গীরহাট বাসস্ট্যান্ড, বলদিপুকুর বাসস্ট্যান্ড, পীরগঞ্জ বাসস্ট্যান্ড ও লালদীঘি থেকেও রাজশাহীর পথে কোনো বাস ছেড়ে যায়নি। জরুরি প্রয়োজনে অনেকে ছোট যানবাহনে ভেঙে ভেঙে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। এতে অতিরিক্ত ভাড়ার কারণে বিড়ম্বনায় পড়েছেন তাঁরা।

নওগাঁ যেতে না পারা গঙ্গাচড়া উপজেলার বেতগারী গ্রামের হাসান মিয়া আক্ষেপ করে বলেন, ‘কিছু বুঝনু না বাহে, যকনে যেটে বিএনপির সমাবেশ হওছে, সেটে কোনোয় গাড়ি বন্ধ হয়া যাওছে। আর হামার মতোন মানুষ দরকারি জাগাত যাবার পাওছি না। অটো, টেম্পুত গেইলে চাইরগুণ টাকা নাগোছে। সময়ও যাওছে, কষ্টও বাড়ছে।’

নওগাঁগামী আরেক যাত্রী মতিন মিয়া বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিএনপির সমাবেশ যেখানে হচ্ছে, সেখানেই হঠাৎ ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে।

গাড়িঘোড়া বন্ধ থাকায় আমাদের মতো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।’

অন্তত ১৫ জন মোটরশ্রমিকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, রাজশাহী-বগুড়া পথে বাস চলাচল বন্ধ থাকায় রংপুর থেকে তা ছেড়ে যাচ্ছে না। এর সঙ্গে রংপুরের মালিক বা শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। বাস বন্ধ থাকায় তাঁদের আয়ের পথও বন্ধ রয়েছে বলে দাবি করেন তাঁরা।

এ বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন জানান, রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রংপুর থেকে রাজশাহী-বগুড়ামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ