Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কালবৈশাখীতে নুয়ে পড়েছে পাকা ধান, কৃষকের দুশ্চিন্তা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

কালবৈশাখীতে নুয়ে পড়েছে পাকা ধান, কৃষকের দুশ্চিন্তা

হঠাৎ কালবৈশাখীতে দিনাজপুরের হিলিতে কয়েক শ বিঘা জমির পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে ফলন ও ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এদিকে, জমিতে হেলে পড়া ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ কৃষি অফিসের।

গত শুক্রবার রাত নয়টার দিকে হিলির বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টিপাত হয়। বেশ কিছু জমির পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে ধান কাটায় খরচ বাড়বে বলে মনে করছেন চাষিরা। এ ছাড়া ফলনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নিয়েও রয়েছে আশঙ্কা।

হিলির বই গ্রামের কৃষক মুশফিকুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে ঝড়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এখন এই ধান কাটব কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। এখন ধান কাটায় মজুরি বেশি গুনতে হবে। গতবার আড়াই থেকে ৩ হাজার টাকা লেগেছিল এক বিঘা জমির ধান কাটতে। এবার তা ৪ হাজার টাকায় গিয়ে ঠেকবে। এতে উৎপাদন খরচ ওঠানো কষ্টকর হবে।’

কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ঝড়ে বিঘার পর বিঘা জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে। এতে করে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এখন লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠবে কি না সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেক আশা নিয়ে ধান আবাদ করেছিলাম কিন্তু হঠাৎ ঝড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

এ বিষয়ে কথা হলে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ ঝড়ে উপজেলার বেশ কিছু জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। তবে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত বেশি হলে পানির নিচে ডুবে ধান নষ্টের আশঙ্কা ছিল। কিন্তু ভারী বৃষ্টিপাত না হওয়ায় সেই আশঙ্কা এখন আর নেই। ধান ঝড়ে না পড়ায় তেমন একটা সমস্যা হবে না। তবে যেহেতু ধানগাছ হেলে পড়েছে তাই যত দ্রুত এসব ধান কেটে নিতে হবে।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ