পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক লোকমান মিয়াকে আর্থিক সহায়তা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে আর্থিক সহায়তার চেক তুলে দেন। ক্ষতিগ্রস্ত লোকমান মিয়া সহায়তার চেক গ্রহণ করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ অক্টোবর রোববার বিকেলে লোকমান মিয়ার বসতবাড়ি আগুনে পুড়ে যায়। পরে তিনি আর্থিক সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। প্রেক্ষিতে তাঁকে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।