Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

২০ হাজার টাকার জন্য নবজাতক অপহরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২০ হাজার টাকার জন্য নবজাতক অপহরণ

নগরীর পাহাড়তলীতে মাত্র ২০ হাজার টাকার জন্য ১০ মাসের এক শিশু অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অপহৃত শিশুটিকে চাঁদপুরের মতলব এলাকা থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন, মো. ফরহাদ (৪০), মো. দুলাল (৩০), মো. সবুজ (২৫), হালিমা বেগম (২৬), আসমা বেগম (৩৫) এবং মো. বেলাল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার ইদ্রিস কলোনিতে ঘটনাটি ঘটেছে। সেখানকার বাসিন্দা জাহানারা বেগমের (৩৮) নিজ বাসা থেকে তাঁর ১০ মাসের ছেলে সন্তান মো. আকাইদকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় চক্রটি। জাহানারা সন্তানকে রেখে পাশে একটি স্থানে রান্না করতে গেলে সেই ফাঁকে ঘরে ঢুকে শিশুটিকে নিয়ে যায় তারা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ২০ হাজার টাকার জন্য দুগ্ধপোষ্য শিশুটিকে তারা অপহরণ করেছিল। পরে চাঁদপুরে আসমা বেগম নামের এক নারীর কাছে শিশুটিকে বিক্রি করে তারা। এ ঘটনায় শিশুটির মা গত ১৫ সেপ্টেম্বর মামলা করেছিল। আমরা সিসি টিভি ফুটেজ দেখে আসামিদের দ্রুত শনাক্ত করে শিশুটিকে এক দিনের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ