নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না।
সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গতকাল রোববার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যা হয়েছে হয়েছে, ইতিহাসকে ফেরত আনতে পারব না। আমরা মনে করি আওয়ামী লীগ অনেক পুরোনো পার্টি, সেখানে নতুন নেতৃত্ব আসবে। তারা এ শিক্ষাটা গ্রহণ করবে। আমি চেষ্টা করব, যাতে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট থাকে। সে অনুযায়ী দল চালাতে পারলে চালাবেন, নয়তো বন্ধ করে দিবেন।’
আরেক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশে রাজনীতি হয়ে গেছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো রাজনীতিবিদ তৈরি করিনি, চাটুকার তৈরি করেছি।
মানুষ মরে যাচ্ছে, কিন্তু বলা হচ্ছে না। সব ঠিক আছে। এ রকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্ট হবে। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে পারবেন না। পুলিশ কমিশনের মতো পুলিশ চলবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা রাষ্ট্র এভাবে চলে না, একজনের ইচ্ছেমতো রাষ্ট্র চালানো যায় না। তিনি বলেন, ‘দেশটা কারও পার্সোনাল প্রপার্টি বা ফ্যামিলি প্রপার্টি না। হাজার হাজার লোক মারার পরেও ক্ষমতায় থাকতে চাওয়ার মানসিকতা।’ তিনি আরও বলেন, ‘পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো। তাদের হাতে ১৫-২০ বছর আগে মারণাস্ত্র তুলে দেওয়া হয়েছে। দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা ঠিক হয়নি।’
‘চাটুকারি করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে’: এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দিব। অতীতে যা ছিলেন ছিলেন, আমি কোনোটা বন্ধ করতে চাই না। আমি এককথার মানুষ, চাটুকারি করবেন, বন্ধ করে দিব।’ গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্য কথা বলে না, মিথ্যা তথ্য প্রকাশ করে। সবার বিচার হওয়া উচিত, মিডিয়া ওনারদেরও। নির্বাচনে চুরি হচ্ছে, বলে কোনো সমস্যা নেই। ভোট খুব ভালো হয়েছে।’
পরে দুপুরে সচিবালয়ে এম সাখাওয়াত হোসেন চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘যদি আপনি মনে করেন আমি আসলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব। কিছুদিন করেন। কিন্তু আমি সেনাপ্রধানকে অনুরোধ করেছি, তাদের পা ভেঙে দিতে।’ তিনি বলেন, ‘পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের লোক সামলান। নইলে দেখেছেন তো ওপর থেকে পড়তে বেশি সময় লাগে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোকে আমি একটি মেসেজ দিচ্ছি। একটি পলিটিক্যাল পার্টির অবস্থা আপনারা দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল। যার নামের সঙ্গে স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে।’ পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অতিরিক্ত বলপ্রয়োগ করবেন না। যাদের টার্গেট করছেন, তারা আপনার সন্তান।’