আগৈলঝাড়ায় দুটি ভ্যানের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে উপজেলার পয়সারহাট সড়কের সংযোগস্থলের পাশে দুটি ভ্যানের সংঘর্ষে পয়সারহাট গ্রামের কাশিনাথ হালদারের ছেলে কৃষ্ণ হালদার, হারুন চৌকিদারের ছেলে সামিম চৌকিদার, জীবন মধুর ছেলে লিটন মধু, বাগধা গ্রামের খালেক মোল্লার ছেলে শাহ আলম, বাকপাড়া গ্রামের বিমল হায়দারের ছেলে পরিমল হালদার, নাঠৈ গ্রামের লালচান মিয়ার ছেলে ফাহিম মিয়া ও ইন্দুরকানী গ্রামের শ্যামল বাড়ৈর ছেলে শুভংকর বাড়ৈ আহত হন।
এ সময় স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করেন এবং ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।