নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও সিলেট প্রতিনিধি
বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ, সাম্প্রদায়িক সহিংসতা রোধ, ছাত্র-জনতা হত্যার বিচার ও দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতারা নগরের আম্বরখানায় বাসদ কার্যালয়ে সভা করেছেন।
বরিশালে গতকাল বুধবার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ হয়। এতে বক্তারা অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব ছাত্র সংগঠন ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশালের সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ।
সমাবেশে বলা হয়, ছাত্র-জনতার বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বক্তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন দেশবাসীকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমান অবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতিবাজ ও লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাঁদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।
সিলেটে সিপিবির জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবির জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদের জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ।
বক্তারা বলেন, শত শত শহীদের রক্তদান ও দীর্ঘ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। ফ্যাসিবাদী শাসকের পতনের বিজয় ধরে রাখতে সচেতন দেশবাসীকে পাহারাদারের ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাঁরা।