মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) এক নেতা। উপজেলার মুবাছড়ি ইউপিতে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন পাওয়া কংজরী মারমা উপজেলা জাতীয় পার্টির সভাপতি।
এদিকে মনোনয়ন পাওয়ার পরও কংজরী মারমা দলীয় পদ থেকে পদত্যাগ করেননি বলে নিশ্চিত করেছে তাঁর দলে নেতা। এ নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে নানা প্রশ্ন তুলছেন। কথা বলতে রাজি হয়নি আওয়ামী লীগের কোনো কোনো নেতা।
গত ২৫ অক্টোবর ক্ষমতাসীন দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এতে মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে কংজরী মারমা নৌকা প্রতীক নিয়ে মাঠে থাকবেন বলে জানা গেছে।
এদিকে জাতীয় পার্টির সদস্য হয়েও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা।
নাম প্রকাশ না করার শর্তে ইউপির এক ভোটার বলেন, ‘কংজরী মারমা জাতীয় পার্টি থেকে মহাজোটের মনোনীত প্রার্থী হলে তো লাঙল প্রতীক হওয়ার কথা, কীভাবে নৌকা প্রতীকের জন্য মনোনীত হলেন তা বোধগম্য হচ্ছে না।’
জানতে চাইলে কংজরী মারমা বলেন, ‘জাতীয় পার্টির মহালছড়ি শাখায় সভাপতির দায়িত্বে ছিলাম, তবে এখন নেই। বর্তমানে যেহেতু আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি, সেহেতু আমি এখন আওয়ামী লীগের সদস্য।’
নিজেকে মুবাছড়ি ইউনিয়নে যোগ্য প্রার্থী দাবি করে কংজরী মারমা বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁকে মূল্যায়ন করেছেন। আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ভালোবাসায় নৌকার জয় ছিনিয়ে আনতে পারবেন বলে প্রত্যাশা তার।
উপজেলা জাপার সহসভাপতি দেবদত্ত চাকমা বলেন, ‘কংজরী মারমা এখনো দলের কাছে লিখিত পদত্যাগ পত্র দেননি। তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর শুধু আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে বলেছেন।’
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, জাতীয় পার্টি মহাজোটের প্রধান শরিক দল। সার্বিক দিক বিবেচনা করে কংজরী মারমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মহালছড়ির ৪টি ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২ নভেম্বর। প্রার্থী যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর পর্যন্ত। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।