হোম > ছাপা সংস্করণ

নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আবু বক্কার সিদ্দিককে দায়ী করেছেন নৌকার প্রার্থী বজলুর রশিদ মিলন। তবে আবু বক্কার এ অভিযোগ অস্বীকার করেছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ মিলন বলেন, শুক্রবার নির্বাচনী কার্যক্রম শেষ করে রাত ১২টার দিকে সবাই বাড়ি চলে যান। সকালে ওই এলাকার নৌকার কর্মীরা অফিসে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাঁকে জানায়। তাঁর ধারণা, বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকী বলেন, ‘এসব কাজ আমরা কখনো করি না। কারও অফিস ভাঙচুর করে কখনো ভোট পাওয়া যায় না। ভোট দেবে সাধারণ জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুক। যদি আমি দোষী হই, যে শাস্তি দেয় মাথা পেতে নেব।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন