চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঁকরোল বাগানের দুই শতাধিক গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ডের হাজারি বিলে গত রোববার রাতে এই ঘটনা ঘটে। এতে এক রাতেই মো. মমতাজ হোসেন রাশেদ নামের ওই কৃষকের স্বপ্ন ভেঙে গেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
গতকাল সোমবার সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার উত্তর ঘাটচেক হাজারি বিলে মমতাজ হোসেন রাশেদ নামের ওই ০ কৃষকের ৪০ শতক ফুলে ফলে ভরা কাঁকরোল খেতের দুই শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয় তাঁর।
মমতাজ হোসেন রাশেদ বলেন, ব্যাংক থেকে ঋণ এবং আত্মীয়-স্বজন থেকে ধার-দেনা করে নিজের ৪০ শতক জমিতে কাঁকরোল চাষ করা হয়। স্বপ্ন ছিল কাঁকরোল বিক্রি কর দেনা মুক্ত হব। কিন্তু সে স্বপ্ন চুরমার করে দিল দুর্বৃত্তরা। রাতের আঁধারে খেতের সব কাঁকরোল গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। কে বা কারা করেছে জানি যায়নি। থানায় অভিযোগ করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির তাঁর।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাসেম বলেন, ‘ঘটনাটি আমি সকালে শুনে খুব কষ্ট পেয়েছি। তার পেটে যারা আঘাত করেছে তাদের প্রতি ধিক্কার ও তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত বিচারের আওতায় আনা হবে।’
উপজেলা কৃষি-উপসহকারী কর্মকর্তা লিটন দাশ বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা রাঙ্গুনিয়ায় ইদানীং বেশি হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের চিহ্নিত করা প্রয়োজন। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকি বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’