Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাইকগাছায় হত্যা মামলায় গ্রেপ্তার ২

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় হত্যা মামলায় গ্রেপ্তার ২

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার গড়ুইখালী ফকিরাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, বাগেরহাটের কাষ্টবাড়িয়ার আলম শেখ ও একই এলাকার সজিব শেখ।

জানা গেছে, বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাষ্টবাড়িয়ায় স্থানীয় চেয়ারম্যান এস এম জামিল হাসানের দেহরক্ষী ফিরোজ শেখকে ২০২১ সালের ১৭ ডিসেম্বর পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। তিনি সেদিনই খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফিরোজ শেখের স্ত্রী গত ১৯ ডিসেম্বর নাজমা বেগম বাদী হয়ে ৫০/ ৬০ জনের নাম উল্লেখ করে রামপাল থানায় হত্যমামলা দায়ের করে। এ হত্যা মামলার ১৩ নং আসামি বাগেরহাট থানার কাষ্টবাড়িয়া আহম্মদ আলীর শেখের পুত্র আলম শেখ (৪৬) ও একই এলাকার আলম শেখের পুত্র ওই মামলার ২০ নং আসামী সজিব শেখ (২৪) কে গ্রপ্তার করেছে পাইকগাছা থানা পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, বাগেরহাট জেলার রামপাল থানার হত্যা মামলার দুইজন আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার সকালে এ মামলার তদন্তকরী কর্মকর্তা শেখর চন্দ্র মল্লিকের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ