Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গর্তে ভরা সড়কে আটকে যায় যানবাহন, ভোগান্তি

কামাল হোসেন সরকার, হোমনা

গর্তে ভরা সড়কে আটকে যায় যানবাহন, ভোগান্তি

হোমনা উপজেলা সদরের চৌরাস্তা মোড় থেকে কারারকান্দি মসজিদ পর্যন্ত এক কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। প্রতিদিনই কোনো না কোনো যানবাহন সড়কের গর্তে আটকে যাচ্ছে। দীর্ঘদিনেও সংস্কার না করায় উপজেলার উত্তর-পূর্বাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন জায়গায় পিচ ঢালাই উঠে গেছে। বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে। হোমনা চেয়ারম্যান বাড়ির সামনের সড়কে বিশাল গর্তে গাড়ি আটকে গিয়ে প্রায়ই যানজটের সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। এতে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। তার পরও কোনো উপায়ন্তর না থাকায় ঝুঁকি নিয়ে এ সড়কে যাতায়াত করছেন ভুক্তভোগীরা।

হোমনা চৌরাস্তার সিএনজি স্টেশনের লাইনম্যান মো. পারভেজ হাসান বাবু বলেন, এ সড়ক ব্যবহার করেন হোমনার চান্দেরচর, আছাদপুর, ঘাড়মোড়া, ভাষানিয়া, জয়পুর ইউনিয়নসহ মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার লোকজন। এ সড়ক দিয়েই উপজেলা সদর, মেঘনা উপজেলা, তিতাস উপজেলাসহ রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন মানুষ। প্রতিদিন এ সড়কে পাঁচ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন চলাচল করে। বেহাল সড়কে প্রায়ই যান আটকে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

অটোচালক মানিক মিয়া বলেন, ‘সড়ক খারাপ হওয়ায় আমাদের অটোগুলো প্রায় সময় উল্টে যায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের।’

স্থানীয় বাতেন মিয়া বলেন, ‘উপজেলা সদরে বসবাস করলেও এই সড়কটির কারণে বৃষ্টি হলে ঘর থেকে বের হতে মন চায় না। সড়কটির এ অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছি। বৃষ্টির পানি ছাড়াও আশপাশের বাসা বাড়ির পানি সড়কের গর্তে এসে জমা হচ্ছে। ফলে বৃষ্টি না থাকলেও সড়কে পানি লেগেই থাকছে।’

কথা হলে শিক্ষার্থী তানিয়া আক্তার ও আইরিন আক্তার জানায়, সড়কে বড় বড় গর্তের কারণে সিএনজিচালিত অটোরিকশায় উঠে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়।

এ ব্যাপারে হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের অবস্থা অনেক খারাপ। সড়কটি পৌরসভার ভেতরে থাকলেও এটি সড়ক ও জনপদের (সওজ) আওতায় হওয়ায় পৌরসভার পক্ষে সংস্কার করা যাচ্ছে না।’

হোমনা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারাকান্দি থেকে চান্দেরচর সড়কের সংস্কার কাজ হচ্ছে। এই মুহূর্তে এই সড়কে কিছু করা যাচ্ছে না। তবে বিষয়টি আমাদের মাথায় আছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ