পবা প্রতিনিধি
পবা উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সাংসদ মো. আয়েন উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রফিকুল ইসলাম।