বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন চান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ্জাক আলী আলাল। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হন তিনি।
গত ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ থাকলেও তিনি নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকেন। ৭ ডিসেম্বর ঘোড়া প্রতীক বরাদ্দ পান। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে অনুসারীদের নিয়ে মাঠ চষে বেড়াতে শুরু করেন তিনি। কিন্তু দলীয় চাপে অবশেষে থামতে হলো তাঁকে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী এ প্রার্থী।
গত রোববার রাতে ইউনিয়নের তুফানু পাড়ায় অবস্থিত ব্যক্তি মালিকানাধীন ধান শুকানোর চাতালে নেতা-কর্মীদের ডেকে এমন ঘোষণা দেন ওই প্রার্থী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার অনুসারীরা। পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র উত্তম কুমার সাহা বলেন, রাজ্জাক আলীকে চাপ দেওয়া হয়নি। দলীয় নির্দেশনা অনুযায়ী তাঁকে বোঝানো হয়েছে। তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সরে দাঁড়ানো প্রার্থী রাজ্জাক আলী বলেন, ‘আমার জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু দলীয় নেতাদের অনুরোধে বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে গেছি।’