খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দন্ত চিকিৎসার দুটি কেন্দ্র সিলগালা করা হয়েছে। একই সময়ে দুজনকে মোট দেড় লাখ জরিমানা করা হয়েছে। গতকাল রোববার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব। মাটিরাঙ্গা বাজারের ওষুধের দোকান ও দন্ত চিকিৎসা কেন্দ্রে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা, নামের আগে দন্ত চিকিৎসক লেখা ও বিএমডিএসের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার কেন্দ্র করায় তাজ মেডিকেল হলের মালিককে এক লাখ এবং ‘মাটিরাঙ্গা ডেন্টালের’ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা এবং নিবন্ধন ছাড়া চিকিৎসাকেন্দ্র চালানোর অপরাধে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।