হোম > ছাপা সংস্করণ

আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকী আজ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আমার বাবার হত্যার বিচার এখনো পাইনি। ১৮ বছর হলেও হত্যাকারীদের শাস্তি এখনো কার্যকর হয়নি। হত্যাকারীদের শাস্তি কার্যকরের মধ্যে দিয়ে গাজীপুরবাসী কলঙ্কমুক্ত হবে।’ গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আজ শনিবার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী। ২০০৪ সালে ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা করেন তাঁর ছোট ভাই মতিউর রহমান মতি।

২০০৫ সালের ১৬ এপ্রিল এ আলোচিত হত্যা মামলার রায় দেন আদালত। আসামি পক্ষের আপিলের পর উচ্চ আদালত প্রধান আসামি বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১১ জনকে খালাস ও ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন। এ ছাড়া তিনি শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ মহানগরীর হায়দরাবাদ এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন