দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রেনের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই পথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে দাঁড়ালে ট্রেনটির চাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মেরামতের কাজ করে ট্রেনটিকে সচল করা হয়েছে বলে জানিয়েছেন ট্রেনের কর্মীরা।
মালবাহী ট্রেনটির স্টাফ নুরুল ইসলাম ও আকতার হোসেন জানান, চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ট্রেনের চাকায় আগুন লেগে যায়। বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নেভানো হয়। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘মালবাহী ট্রেনটি সকালে হিলি রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় ওই ট্রেনের একটি চাকা গরম হয়ে গিয়ে (হট এক্সেল) তাতে আগুন লাগে। ট্রেনটির কর্মীরা এটি দেখতে পেয়ে মেরামতের কাজ করেছেন। এতে এই পথ দিয়ে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল, ঘণ্টা দু-এক পর মেরামত কাজ শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।’