হোম > ছাপা সংস্করণ

‘আইটি ট্রেনিং সেন্টার রাজবাড়ীর জন্য উপহার’

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গোয়ালন্দে প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ রাজবাড়ী জেলাবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বালিয়াডাঙ্গা গ্রামে প্রস্তাবিত এ প্রকল্পের জন্য জমি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এটা চালু হলে প্রতিবছর অন্তত এক হাজার তরুণ-তরুণী এখান থেকে ছয় মাস থেকে এক বছর মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ পাবে। এতে করে আর ঢাকামুখী বা বিদেশমুখী হতে হবে না। ঘরে বসেই ইউরোপ-আমেরিকার বড়বড় অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে পারবে।

পরিদর্শনের সময় প্রস্তাবিত এ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব জহুরা খাতুন, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, রাজবাড়ী এনএসআইয়ের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন