নিজস্ব প্রতিবেদক, সিলেট
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ‘ক্যাশিয়ার’ সালাহ উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর থেকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ থেকে তাঁকে নামিয়ে আনে র্যাব-৯ এর সদস্যরা। র্যাব-৯ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন সালাহ উদ্দিন। তিনি ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ক্যাশিয়ার ছিলেন এবং তাঁর সব অপকর্মের সঙ্গী ছিলেন। ওমরাযাত্রীর ছদ্মবেশে পালানোর চেষ্টা করছিলেন সালাহ উদ্দিন।
এর আগে গত ২০ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে আব্দুর রহমান বদিকে আটক করে র্যাব-৭।