Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে   সম্মাননা

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

সভায় বক্তারা বলেন, এখনো মুক্তিযুদ্ধবিরোধী একটি শক্তি বাংলাদেশের অগ্রগামিতাকে থামিয়ে দিতে নানা পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওই অপশক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে যাচ্ছে, কিন্তু আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারছি না। যা অত্যন্ত দুঃখজনক।

তারা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত তরুণ প্রজন্ম গড়ে উঠলেই যে লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন করা হয়েছিল, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

অনুষ্ঠানের শেষ দিকে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ