Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অঞ্জন দত্তের শেষ নাটক

বিনোদন ডেস্ক

অঞ্জন দত্তের শেষ নাটক

বাংলা গান আর সিনেমায় পশ্চিমবঙ্গের অঞ্জন দত্ত পরিচিত মুখ। যদিও সত্তরের দশকের গোড়াতে অঞ্জন দত্তের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নিজেকে নাট্যাভিনেতা হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তিনি। সেই অঞ্জন দত্তই হঠাৎ বার্তা দিলেন শেষ নাটকের। ফেসবুকে নতুন নাটকের পোস্টার শেয়ার করে অঞ্জন দত্ত জানালেন, এটাই তাঁর শেষ নাটক।

উইলিয়াম শেক্‌সপিয়ারের উপন্যাস ‘কিং লিয়ার’ থেকে অনুপ্রাণিত হয়ে অঞ্জন দত্ত লিখেছেন ‘আরো একটা লিয়ার’। অঞ্জন জানিয়েছেন, আগামী নভেম্বরে মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি। আর এটাই হতে পারে তাঁর নাট্যজীবনের শেষ মঞ্চনাটক।

মঞ্চনাটককে বিদায় বলা প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলাকে অঞ্জন দত্ত বলেন, ‘নভেম্বরে যখন নাটকটা করব, ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না। নাটকে নিজে অভিনয় করি। ৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি, তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।’

শেষ নাটক হিসেবে আরো একটা লিয়ারকে বেছে নেওয়ার কারণ হিসেবে অঞ্জন বলেন, ‘আমার যে বয়স, নাটকে তার কাছাকাছি কোনো চরিত্র করতে পছন্দ করি। কম বয়সে চুল সাদা করে বেশি বয়সের চরিত্র করেছি এমন নয়। সেদিক থেকে এবার নাটকের চরিত্রটা আমার জন্য উপযুক্ত। আর শেষ নাটক যখন, তখন উইলিয়াম শেক্‌সপিয়ারের ছোঁয়া থাকলে ভালো হবে, সেটাও মনে হলো।’

আরো একটা লিয়ার নাটক সম্পর্কে অঞ্জন দত্ত জানান, সমাজে দুর্নীতি ও ফ্যাসিজমের মধ্যে পড়ে মানুষ ছটফট করে। সেই ভাবনা শেক্‌সপিয়ারের এই নাটকেও আছে। তাই নাটকটা যে পরিচালকের রাজনৈতিক বিশ্লেষণের প্রতিচ্ছবি হবে, সেটা আশা করা যায়।

নাটকের ঘোষণা দিলেও এ বছর নতুন কোনো সিনেমা বানাবেন না অঞ্জন দত্ত। সর্বশেষ তিনি বানিয়েছেন ‘চালচিত্র এখন’। সিনেমাটির মধ্য় দিয়ে কিংবদন্তি মৃণাল সেনকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছিলেন অঞ্জন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ