ভোলার লালমোহনে রোভার স্কাউটস এর তিন দিনের বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার সরকারি শাহবাজপুর কলেজের হলরুমে এ কোর্সের উদ্বোধন হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫ জন ট্রেইনার, একজন সমন্বয়ক ও ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী কোর্সে অংশ নিচ্ছেন।
এতে সভাপতিত্ব করেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা।
উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ভোলা জেলার রোভার কমিশনার অধ্যাপক পারভিন আখতার, বাংলাদেশ স্কাউটসের পরিচারক মো. গোলাম মোস্তফা, ইউনিসেফ বরিশাল শাখার প্রতিনিধি মো. আনোয়ার হোসেন প্রমুখ।