ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর বাজারে একটি সরকারি ডিআরএস রেকর্ডের রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভোগদখল করছিলেন ব্যবসায়ীরা। প্রায় ৫০ বছর পর গতকাল শনিবার বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করেন।
ফকিরহাট ভূমি অফিস ও বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ফকিরহাট বাজারের পাশে ভৈরব নদের ঘাটের সঙ্গে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সড়ক ছিল এটি। প্রায় ৫০ বছর ধরে ভৈরব নদের ঘাট থেকে বাজারে প্রবেশের এই সড়কটি অবৈধ স্থাপনা তৈরি করার কারণে বন্ধ ছিল। এতে নৌপথে আনা মালামাল ও জনগণের চলাচলের পথ বন্ধ হয়ে গিয়েছিল। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বাজার পরিদর্শনে গেলে বিষয়টি তিনি আমলে নেন। সে সময় তিনি দখলকৃত দোকান মালিককে দোকানের মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেন।