কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম বিজয়ী হয়েছেন। ব্যালট ছিনতাইয়ের অভিযোগে স্থগিত থাকা ৬ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আমিন।
গতকাল ভোট শুরুর পর সকাল ১০টা থেকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্যসহ ৮-১০ জন আহত হন। বিশৃঙ্খলার দায়ে সাতজনকে আটক করে পুলিশ।
প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে অন্য আট কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম ৩১৪ ভোটে এগিয়ে ছিলেন। তবে এ কেন্দ্র মাত্র ১৯৬ ভোট পাওয়ায় তিনি হেরে যান। বিজয়ী হন বদিউল আলম।