পৌর নির্বাচনে গলাচিপা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়ে প্রচারে অংশ নেওয়ায় ছয়জনকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্টদের এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। যার জবাব সন্তোষজনক না হওয়ায় এবার চূড়ান্তভাবে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাঁদের।
এ বিষয়ে গত শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে। তবে বিষয়টি সামনে আসে গতকাল।
উপজেলা আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা পৌরসভা নির্বাচনে তিনজন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আহসানুল হক তুহিনকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। আওয়ামী লীগের দলীয় এ সিদ্ধান্ত না মেনে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মামুন আজাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, মেহেদী মাসুদ, পৌর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক হাফিজুর রহমান পনু, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, ৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও সদস্য মনিরুজ্জামান বাচ্চুকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহ আলম বলেন, ‘যুবলীগের সহ সম্পাদক মামুন আজাদ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করছেন যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি দেওয়া হয়েছে।’