Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নির্বাচনের দৌড়ে আছেন ৫৬৩ প্রার্থী

বদরগঞ্জ প্রতিনিধি

নির্বাচনের দৌড়ে আছেন ৫৬৩ প্রার্থী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার জন্য বদরগঞ্জে ব্যাপক উৎসাহ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তাঁরা সমর্থকদের সঙ্গে নিয়ে এই জমাদানের কাজ সেরেছেন।

গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ১০ ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৫৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৬ ও সাধারণ সদস্য পদে ৩৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪০, রাধানগরে চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৪ এবং কুতুবপুরে চেয়ারম্যান পদে ছয়, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

লোহানীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চার, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৩৪, গোপীনাথপুরে চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩৪ এবং গোপালপুরে চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩০ জন নির্বাচন করতে আগ্রহী।

এ ছাড়া মুধুপুরে চেয়ারম্যান পদে ছয়, সংরক্ষিত নারী সদস্য পদে ২১ ও সাধারণ সদস্য পদে ৩৯, রামনাথপুরে চেয়ারম্যান পদে পাঁচ, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৪, বিষ্ণুপুরে চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪২ এবং কালুপাড়ায় চেয়ারম্যান পদে নয়, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ ও সাধারণ সদস্য পদে ৩৩ জনের মনোনয়নপত্র পাওয়া গেছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ