হোম > ছাপা সংস্করণ

২১৮ পদের ৭০টি খালি

চাউচিং মামরা, রাজস্থলী (রাঙামাটি)

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকটে ভোগান্তি পোহাচ্ছেন সেবা প্রার্থীরা। দুই বছর আগে স্বাস্থ্য কেন্দ্রটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হয়নি। ২১৮টি পদের মধ্যে ৭০ টির বেশি পদ বর্তমানে খালি আছে। এতে রাজস্থলী ছাড়াও আশপাশের ৫টি উপজেলা থেকে সেবা নিতে আসা মানুষের সমস্যা হচ্ছে।

জেলার দুর্গম রাজস্থলী উপজেলার ৩০ হাজার মানুষের ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া আশপাশের কাপ্তাই, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, খাগড়াছড়ির বিলাইছড়ি, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা লোকজন রাজস্থলী হাসপাতালে এসে চিকিৎসা নেন। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা।

এদিকে প্রায় ২ বছর আগে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজ-কলমে ৫০ শয্যার হাসপাতালের অনুমতি পেলেও মেলেনি জনবল। তাই ৩১ শয্যা জনবল দিনেই কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১৮ টি পদের মধ্যে ৭০ টির বেশি পদ বর্তমানে খালি রয়েছে। এর মধ্যে ৪ এমবিবিএস চিকিৎসক, ৯ বিশেষজ্ঞ চিকিৎসক, ১৫ উপ-সহকারী চিকিৎসক, ১৮ সিনিয়র স্টাফ নার্স, ৪ মিডওয়াইফ, ১ স্যানিটারি ইন্সপেক্টর, ২ ওয়ার্ড বয়, ২ আয়া, ২ স্বাস্থ্য সহকারীর পদ খালি।

এ ছাড়া চতুর্থ শ্রেণি কর্মচারী ১২, নিরাপত্তা প্রহরী ও ওয়ার্ড বয় ২, ঝাড়ুদার ১, অফিস সহকারী ৩, অফিস সহায়ক ৩, পরিচ্ছন্নতা কর্মী ৪, বাবুর্চি ২ জনসহ ৭০ জনের বেশি পদ শূন্য রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, রাজস্থলী উপজেলায় আশপাশের এলাকার রোগীর চাপ বাড়ায় এবং চিকিৎসা সেবার মান বাড়াতে ২০২০ সালে ৫০ শয্যার অবকাঠামো ভবন নির্মাণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু জনবলসংকট ও সরঞ্জামাদি না থাকায় এখনো ৩১ শয্যার জনবল দিয়ে সেবা দিতে হচ্ছে।

ডা. রুইহলা অং মারমা বলেন, বর্তমানে গুরুত্বপূর্ণ খালি পদে চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মচারী নিয়োগের জন্য রাঙামাটি পার্বত্য জেলা সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিলে চিকিৎসার মান বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ