Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাটবীজ উৎপাদনে সাফল্য

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)

পাটবীজ উৎপাদনে সাফল্য

অর্থকরী ফসলের মধ্যে সোনালি আঁশ খ্যাত ‘পাট’ অন্যতম। এই পাট উৎপাদনের ক্ষেত্রে ভালোমানের বীজের গুরুত্ব অপরিসীম। ভালো বীজেই আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। যা থেকে কৃষক লাভবান হতে পারেন। মাগুরার মহম্মদপুরের শতাধিক কৃষক পাটবীজ উৎপাদনে ব্যাপক সাফল্য লাভ করেছেন।

উপজেলার ১৩০ জন কৃষক ১০০ বিঘা জমিতে রবি-১ এবং বিএডিসি-১ জাতের পাটবীজ উৎপাদন করে সাফল্য পেয়েছেন। অল্প খরচ ও স্বল্প সময় বীজের ভালো ফলনে খুশি এসব কৃষক। নিজেদের চাহিদা মিটিয়ে বীজ বিক্রির টাকায় তাঁরা লাভবান হবেন বলেও আশা করছেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনা মূল্য বীজ, সার, নগদ অর্থ এবং প্রশিক্ষণ দেওয়া হয়। এ বছর উপজেলার ১৩০ জন কৃষক ১০০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদনে পরিশ্রম করেন। এ সকল কৃষকদের খেতে রোপণকৃত এসব পাটবীজের ভালো ফলন হয়েছে। এসব গাছে প্রচুর পরিমাণ পাট ফল ধরেছে।

উপজেলার ঘুল্লিয়া গ্রামের কৃষক তৈয়েব আলী বলেন, ‘কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে পাটবীজ উৎপাদন করছি। খুবই ভালো ফলন হয়েছে।’ পাট বীজে লাভবান হবেন বলেও তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সাবহান বলেন, ‘সরকারি সহায়তায় পাটবীজ উৎপাদনে কৃষকেরা সাফল্য লাভ করেছেন। এতে তাঁরা লাভবানও হবেন। এ পাটবীজ স্থানীয় চাহিদা মিটাতে ভূমিকা রাখবে। এই বীজের বড়গুণ হলো আঁশ এবং পাটকাঠি দুটোরই ভালো ফলন পাওয়া যায়।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ