বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৮ অক্টোবর রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবার আজীবন সম্মাননা দেওয়া হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যামকে। সংগীতে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ স্লোগান নিয়ে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এ বছর অনুষ্ঠিত হবে এই আয়োজনের ১৮তম আসর। আজীবন সম্মাননাসহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এবারের আয়োজনের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করবেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু।
এ উপলক্ষে চ্যানেল আই ভবনে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু প্রমুখ। বক্তব্য দেন ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, সালাউদ্দিন আহমেদ, মানাম আহমেদ প্রমুখ।