Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাজাপ্রাপ্ত তাঁতী লীগ নেতা হেরোইনসহ ধরা

মেহেরপুর প্রতিনিধি

সাজাপ্রাপ্ত তাঁতী লীগ নেতা হেরোইনসহ ধরা

মেহেরপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তাঁর দুই সহযোগীকে হেরোইনসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝাঁঝা ক্যাম্পের সদস্যরা।

জুয়েল রানা একটি বাড়িতে চুরির মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত আসামি।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটকের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। আটকের সময় তাঁদের কাছ থেকে ছয় দশমিক ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শহরের বেড়পাড়া এলাকার জুয়েল রানা, শহরের নতুনপাড়া এলাকার লালন শেখ ও বেড়পাড়া এলাকার ইসরাফিল।

ঝাঁঝা বিজিবি ফাঁড়ির নায়েব সুবেদার জামাল হোসেন জানান, বিজিবির একটি টহল দল উপজেলার হরিরামপুর এলাকায় জুয়েল, লালন ও ইসরাফিলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। প্রথম দিকে জুয়েল তাঁতী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিজিবির ওপর চড়াও হন। পরে বিজিবি তাঁদের ধাওয়া করে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দিয়ে তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়।

আগে ২০২০ সালের ১৩ অক্টোবর মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার একটি বাড়িতে চুরির মামলায় জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার দুই বছর সাজা দেন আদালত।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ