নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে খতিজা (৩৫) ও সৈয়দ নূর (১৯) নামের দুই রোহিঙ্গাকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজন সম্পর্কে মা-ছেলে।
গত রোববার রাত সাড়ে ১২টার দিকে ভাসানচরের ২৩ নম্বর ক্লাস্টার থেকে মা-ছেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ওই ক্লাস্টারের জামাল উদ্দিনের স্ত্রী খতিজা ও তাঁর ছেলে সৈয়দ নূর।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশ্রয়ণ প্রকল্পের ২৩ নম্বর ক্লাস্টারে অভিযান চালায় এপিবিএন সিভিল টিম। এ সময় খতিজার ঘর থেকে ২৫০টি ইয়াবাসহ তাঁকে এবং তাঁর ছেলেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।