ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌর শহরের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পূর্বপাশে তারকাঁটা ঘেরা রাস্তার পাশ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক মুকুল চন্দ্র সেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পূর্বপাশে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলছে।