Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তিন ফসলি জমিতে অবৈধ কয়লা ভাটা, পুড়বে গাছ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

তিন ফসলি জমিতে অবৈধ কয়লা ভাটা, পুড়বে গাছ

দিনাজপুরের ফুলবাড়ীতে তিন ফসলি জমিতে কয়লা ভাটা গড়ে উঠেছে। এ জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। অবৈধভাবে বসানো এ ভাটায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হবে। এতে পরিবেশ ও বনায়ন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাবনচুর গ্রামে কয়লা ভাটাটি অবস্থিত। গ্রামবাসী জানান, প্রতিদিন গাছ কেটে ভাটায় আনা হচ্ছে। এটি পুরোদমে চালু হলে দৈনিক শত শত গাছের প্রয়োজন দেখা দেবে। এতে করে এই অঞ্চলের বনায়ন শেষ হয়ে যাবে। সেই সঙ্গে ভাটার ধোয়ায় পরিবেশ ও ফসলের মারাত্মক ক্ষতি হবে।

ভাটাটির মালিক ভাবনচুর গ্রামের নবীউল ইসলাম। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় চাকরি করার সূত্রে এই কয়লা ভাটার বিষয়ে অভিজ্ঞতা নিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিজেই কয়লা তৈরিতে নেমেছেন। এখানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে তা বিভিন্ন কারখানায় সরবরাহ করবেন।

ভাটা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নবীউল বলেন, গ্রামের ভেতরের এই ভাটা সম্পর্কে অধিদপ্তর জানতে পারবে না। এই জন্য তিনি আবেদনও করেননি।

এ বিষয়ে স্থানীয় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন বলেন, জায়গাটি পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেবেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ