মো. হুমায়ূন কবীর, ঢাকা
বিরোধী বিএনপি ও সমমনাদের বর্জন করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৯টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব জানা গেছে।
তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এবার ২৭টি ভোটকেন্দ্রে কেউ ভোটই দেননি। আবার দুটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এ ছাড়া মাত্র একজন করে ভোট দিয়েছেন দুটি কেন্দ্রে। এর বাইরে এ নির্বাচনে পাঁচ শতাধিক কেন্দ্রে ১০ শতাংশের কম এবং শতাধিক কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
২৭ কেন্দ্রে কোনো ভোট না পড়ার বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষের মারামারির কারণে ভয়ে ওই সব কেন্দ্রে কেউ ভোট দিতে আসেননি।
শতভাগ ভোট পড়া অস্বাভাবিক কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, শতভাগ ভোট পড়া ওই দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ভুল করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-৩ আসনের মমতাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রের ৩ হাজার ৯৮০ জন ভোটারই ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৩৫৭টি। এ ছাড়া গাইবান্ধা-৪ আসনের গোবিন্দগঞ্জের শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ হাজার ৪৫০ জন ভোটারই ভোট দিয়েছেন। ভোট বাতিল হয়েছে ৬৬২টি। কেউ ভোট দেননি এমন ২৭ কেন্দ্রের মধ্যে রয়েছে খাগড়াছড়ির ১৯টি কেন্দ্র, আর রাঙামাটির আট কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
জামানত বাঁচেনি
যেসব দলের একজন প্রার্থীও জামানত বাঁচাতে পারেননি তার মধ্যে রয়েছে তৃণমূল বিএনপি, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ তরীকত ফেডারেশন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।