হোম > ছাপা সংস্করণ

ডুমুরিয়ার সবজি যাচ্ছে বিদেশ

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

ডুমুরিয়ায় এবারও শীতকালীন শাকসবজির ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এই শীতে উপজেলায় প্রায় ২২০ কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। এসব সবজি দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে ইতালি, ইংল্যান্ড ও কোরিয়ায়।

সবজি চাষে কৃষিপ্রযুক্তি ব্যবহারে ফলে এমন সফলতা এসেছে বলে দাবি করেছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারা বছরই ডুমুরিয়ায় সবজির আবাদ হয়। তবে সবচেয়ে বেশি সবজির আবাদ হয় শীতকালে। ভালো উৎপাদনের পাশাপাশি ডুমুরিয়ায় গড়ে উঠেছে শুধু শাক-সবজির বাজার। এখানে উৎপাদিত নিরাপদ ও বালাইমুক্ত সবজি বিদেশেও রপ্তানি হচ্ছে। কষ্ট করে উৎপাদন করা সবজি বিদেশে রপ্তানি হওয়ায় মহা খুশি এ অঞ্চলের কৃষকেরা।

উপজেলার একাধিক ব্যবসায়ী ও কৃষকেরা জানান, ভালো দাম পাওয়ায় প্রতি বছর শাকসবজির আবাদ বাড়ছে। বিশেষ করে আগাম জাতের শাক-সবজি আবাদ করে ভালো লাভ পাওয়া যাচ্ছে।

অনুকূল আবহাওয়ায় সবজির উৎপাদন ভালো হওয়া ও বাজার দর ভালো পেয়ে বেশ লাভবান হয়েছেন চাষিরা। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবেও এসব সবজির চাষ হচ্ছে।

গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবুজে সবুজে ভরে উঠছে মাঠগুলো। বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সারি সারি লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মরিচ, লালশাক, মুলাশাক, পালংশাক, লাউশাকসহ নানান শীতকালীন সবজি। মাঠে মাঠে এসব ফসল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কাক ডাকা ভোরে কৃষকেরা কোদাল, নিড়ানি, বালতি, স্প্রে মেশিন ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ছেন। সন্ধ্যা পর্যন্ত মাঠে সবজি গাছের পরিচর্যা করে বাড়ি ফিরছেন।

ডুমুরিয়ার খর্নিয়ার বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত দেশ সেরা সবজি চাষি আবু হানিফ মোড়ল বলেন, ‘শীতকালীন শাক-সবজির ফলন অনেক ভালো হয়েছে। বিশেষ করে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, বেগুন, লাল শাকের ফলন ভালো হয়েছে। এ বছর দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। নানা জাতের শীতকালীন সবজি চাষ করে অনেক দরিদ্র কৃষক স্বাবলম্বী হয়ে উঠছেন।’

শোভনার মলমলিয়া গ্রামের কৃষক কামাল বাওয়ালি বলেন, ‘শীতকালীন শাক-সবজির বাম্পার ফলন হয়েছে। শিম, টমেটো, ওলকপি চাষ করেছিলাম। ৬ বিঘা জমিতে এসব সবজির চাষ করেছিলাম। ভালো দাম পেয়েছি। এখানকার সবজি এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে, বিষয়টি ভাবতেই ভালো লাগে।’

উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কুলবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না বলেন, ‘উপজেলার কৃষকদের সার, বীজ, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। এতে ফলন অনেক ভালো হয়েছে। এখানকার কৃষকেরা সারা দেশে ফসল উৎপাদনের দিক দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। এ উপজেলার কীটনাশকমুক্ত নিরাপদ সবজি এখন বিদেশে যাচ্ছে, যা আমাদের জন্য খুবই গর্বের বিষয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, ‘উপজেলায় এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। নানা জাতের শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন উপজেলার হাজারো কৃষক। এবার উপজেলার ৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে গেলে ৩৫০ হেক্টর জমিতে শিম, ২২০ হেক্টর জমিতে টমেটো, ৩৬০ হেক্টর জমিতে বেগুন, ২৬০ হেক্টর জমিতে ফুলকপি, ১৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। সব হিসাব করলে প্রায় ২২০ কোটি টাকার সবজি চাষ হয়েছে। 
মোছাদ্দেক হোসেন আরও বলেন, এখানে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা পূরণ করে সরাসরি ঢাকার কারওয়ান বাজারে যায়। এ ছাড়া ইতালি, ইংল্যান্ড, কোরিয়ায় এখানকার সবজি রপ্তানি করা হচ্ছে।’    

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন