বাসচালককে মারধরের ঘটনায় চতুর্থ দিনের মতো পিরোজপুর থেকে পাঁচটি পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়ে এ পথে চলাচলকারী শত শত যাত্রী।
৪ জানুয়ারি ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে একজন জ্যেষ্ঠ বাসচালককে আটকে রেখে মারধর করে হাজী পরিবহনের চালক। এ ঘটনায় পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পটুয়াখালী এ পাঁচটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ঘোষণা করেন জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ।
সমস্যার সমাধানে গতকাল শনিবার সকাল ১০টায় বরিশাল বিভাগীয় সমন্বয় পরিষদের সঙ্গে মিটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যায় গিয়ে ঝালকাঠি সমিতি মিটিং বর্জন করেন। তাঁরা ১০ তারিখে ঝালকাঠি সমিতির নির্বাচনের পর মিটিংয়ে বসবেন বলে জানান। ফলে সহসাই ঘটনার সমাধান হচ্ছে না বলে জানায় পিরোজপুরের শ্রমিক নেতারা।
জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ বলেন, ‘ঝালকাঠি বাস টার্মিনালে পিরোজপুরের এক জ্যেষ্ঠ বাসচালক অরবিন্দকে আটকে রেখে মারধর করা হয়েছে। যা নিয়ে স্থানীয় বাস চালকেরা ক্ষুব্ধ হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। শনিবার সকালে বরিশাল বিভাগীয় সমন্বয় পরিষদের সঙ্গে আমাদের মিটিং এর কথা থাকলেও তারা তা বর্জন করে। ফলে আমাদের এ অবরোধ অনির্দিষ্ট কালের জন্য চলবে।