Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে

বিনোদন ডেস্ক

সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে

সাংবাদিকতা ছেড়ে বাংলা সিনেমায় নাম লেখালেন লহমা ভট্টাচার্য। লন্ডনে সাংবাদিকতার পাঠ শেষ করে কলকাতায় ফিরে সংবাদমাধ্যমেই কাজ করছিলেন তিনি। পাশাপাশি নিচ্ছিলেন অভিনয়ের প্রশিক্ষণ। এর মাঝেই ডাক পেলেন সুপারস্টার জিতের অফিস থেকে। শুরু হলো লহমা ভট্টাচার্যের টালিউড-সফর। জিতের বিপরীতে লহমার প্রথম সিনেমা ‘রাবণ’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। দর্শকেরা বলছেন, মিষ্টিমুখের লহমা অভিনয়ও করেন দারুণ! অনেকেই বলছেন, লহমাকে দেখে প্রথম কাজ বলে মনেই হচ্ছে না। বরং অনেক সাবলীল লাগছে।

লহমা বলেন, ‘আমি করোনার আগে একটি মিডিয়া হাউসে চাকরি করছিলাম। করোনার সময় সবাই নিজের অপূর্ণ ইচ্ছে পূরণ করছিল, আমিও তা-ই করলাম। বরাবরই আমার শখ ছিল অভিনয় করার। তাই চাকরির পাশাপাশি আমি ওয়ার্কশপ শুরু করি। এরই মাঝে জিৎদার সঙ্গে কথা হয়। এরপর অনেক মিটিং হয়, অডিশন হয়—সব কটা রাউন্ড পেরিয়ে যখন আমি সিনেমার অফার পাই, তখন চাকরিটা ছেড়ে দিই।’

সিনেমায় লহমার চরিত্রের নাম রাই। সাংবাদিকতার ছাত্রী, একটা মিডিয়া হাউসে ইন্টার্নশিপ করছে। লহমা বলেন, ‘সাংবাদিকদের মধ্যে সত্যিটা বের করার একটা খিদে থাকে, সেটা রাইয়ের মধ্যেও আছে। ও খুবই হার্ড ওয়ার্কার মেয়ে। আমি নিজেকে খুঁজে পেয়েছি চরিত্রটির মধ্যে।’

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক লহমা। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বাবা ক্রীড়া সাংবাদিক। তবে ছোটবেলা থেকেই লহমা চাইতেন নায়িকা হতে, কিন্তু পড়াশোনার চাপে নিজের ইচ্ছেগুলোও চাপা পড়ে গিয়েছিল। এবার সেই ইচ্ছে পূরণের পালা শুরু হলো তাঁর।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ