বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ ১৫ নভেম্বর সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস। সৌমিত্রের স্মরণে অনলাইন প্ল্যাটফর্ম চরকি প্রকাশ করছে তাঁর অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘৭২ ঘণ্টা’। আজ প্রকাশ করা হবে ছবিটির অফিশিয়াল পোস্টার। ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৫ নভেম্বর।
স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি। একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই ছবিতে। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে আরও থাকছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেকেই।
কলকাতা থেকে পাওয়া গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরেক নতুন কাজের খবর। প্রয়াণ দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ১৪ নভেম্বর নিজের প্রথম সিরিজ ‘টিকটিকি’র শুটিং শুরু করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবিতে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। সিরিজের দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেতারা। প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি নাট্যচরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন কৌশিক।
অ্যান্থনি শাফের রচিত ‘স্লিউথ’-এর বাংলা নাট্যরূপ ‘টিকটিকি’ অবলম্বনে এই সিরিজ। মাত্র দুটি চরিত্র—সত্যসিন্ধু চৌধুরী ও বিমল নন্দীকে ঘিরে সাইকোলজিক্যাল থ্রিলার নাটক। গল্পে সত্যসিন্ধু কলকাতার প্রতিষ্ঠাতা জমিদার সাবর্ণ চৌধুরীর উত্তরসূরি। এই চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘বিমল’ হয়েছিলেন কৌশিক সেন। সেই নাটক নিয়ে তৈরি হচ্ছে নতুন সিরিজ। সৌমিত্র অভিনীত সত্যসিন্ধু চরিত্রে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। বিমল নন্দী নামের অন্য চরিত্রটিতে অভনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। সিরিজটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।