বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ কলকাতার অ্যাকুয়াটিকা মাঠে শুরু হচ্ছে কোকা-কোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে গানের আয়োজন। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে গান পরিবেশন করবেন কোক স্টুডিও বাংলা টিম। আয়োজনের শেষের দিন অর্থাৎ আগামীকাল গান গাইবেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা।
কোক স্টুডিও বাংলা টিমের পক্ষ থেকে পারফর্ম করবেন শায়ান চৌধুরী অর্ণব, প্রীতম হাসান, ইমন চৌধুরী ও তাঁর দল, ব্যান্ড মেঘদলসহ কোক স্টুডিও বাংলার শিল্পীরা। এদিন আরও গাইবেন কলকাতার অমিত ত্রিবেদি, অন্তরা লাইভ, দিনদুন ব্যান্ড। আয়োজনের প্রথম দিন গান শোনাবেন ফসিলস অ্যান্ড ফ্রেন্ডস, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি ও ইউফোরিয়া।
গত ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় কনসার্ট। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করে দর্শক মাতান শতাধিক শিল্পী। কনসার্টে আইয়ুব বাচ্চুকে প্রায় ১০ মিনিটের ট্রিবিউট দেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। যেখানে আইয়ুব বাচ্চুর কয়েকটি কালজয়ী গান গিটারে বাজিয়েছেন ইমন। ড্রামসে তাঁকে সঙ্গ দিয়েছেন মিঠুন চক্র।