Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কুয়াশায় ফসল নষ্টের শঙ্কা

জাকির হোসেন, সুনামগঞ্জ

কুয়াশায় ফসল নষ্টের শঙ্কা

তীব্র শীত ও কুয়াশার কারণে সুনামগঞ্জে চলতি মৌসুমের বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বীজতলা ফ্যাকাশে রং ধারণ করেছে। একই অবস্থা সবজিখেতে। আলু ও টমেটোর চারা লালচে হয়ে গেছে। এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তাঁরা।

হাওর ও হাওরের ওপরে ইতিমধ্যে ১ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তবে দুদিন ধরে সূর্যের দেখা না মেলায় কৃষকেরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। প্রতিবছরই তীব্র শীত আর কুয়াশায় বীজতলা ও ধানের চারা নষ্ট হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর গ্রামের কৃষক আব্দুল হালিম বলেন, ‘দুই দিন ধইরা বেশি শীত আর কুয়াশা। ধানের চারার রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে হয়ে গেছে।’

সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের তোতা মিয়া বলেন, শীতের এ সময়ে কুয়াশার কারণে বীজতলায় লালচে রং হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা নিজস্ব পদ্ধতি ব্যবহার করে বীজতলা কুয়াশা থেকে ভালো রাখার চেষ্টা করছি।’

অন্যদিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ইউপি ও বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আলু ও টমেটো চাষাবাদ করা হয়েছে। গত দুদিনের শীত আর কুয়াশায় আলুর চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলায় ২৩০ হেক্টর জমিতে আলু ও ৫০ হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জিনাপুর গ্রামের আলুচাষি মিলন মিয়া জানান, কদিন ধরে শীত আর কুয়াশার কারণে আলুর চারাগুলো লাল হয়ে গেছে। এবার উৎপাদন খরচ আসবে কি না, এ নিয়ে সংশয়ে আছেন তিনি।

অন্যদিকে একই গ্রামের টমেটোচাষি আবু মিয়া বলেন, ‘প্রায় দুই কেয়ার জমিতে টমেটো চাষ করি। ইতিমধ্যে কিছু টমেটো বিক্রি করেছি। খেতে আরও টমেটো রয়েছে। শীতের কারণে এগুলো নষ্ট হইতে শুরু করছে।’

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু বলেন, এই শীতে ধানের বীজতলার তেমন ক্ষতি হবে না। তবে টমেটো আর আলুর চারার ক্ষতি হবে।

সালাহ উদ্দিন টিপু আরও বলেন, ‘আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি কীভাবে শীত আর কুয়াশা থেকে টমেটো ও আলুর চারা ভালো রাখতে পারে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ