আজ শাবনূরের জন্মদিন। এ উপলক্ষে নতুন ঘোষণা দিলেন চিত্রনায়িকা। আজ থেকে নতুন করে নিজের ইউটিউব চ্যানেল খুলছেন তিনি। এখন থেকে নিয়মিত এই চ্যানেলে প্রকাশ করবেন নিজের বানানো বিভিন্ন ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সময় দিতে চান শাবনূর। সেই উদ্দেশে আগেই একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কিন্তু সেই চ্যানেল হ্যাক হয়ে যায়। চ্যানেলটি পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। শাবনূর নিজেই সেই খবর জানিয়েছেন সবাইকে। তাই এবার নতুন করে খুলছেন ইউটিউব চ্যানেল। ঘোষণাটি তিনি দেশে এসেই দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর হয়ে উঠল না।
শাবনূর আছেন অস্ট্রেলিয়ায়। কথা ছিল জন্মদিনের আগেই দেশে ফিরবেন। দেশেই উদ্যাপন করবেন জন্মদিন। কিন্তু সেটা আর হচ্ছে না। শাবনূর বলেন, ‘দূরে আছি এটা ঠিক, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এখন অনেকটাই নিয়মিত। তাই মনে হয়, সবার কাছাকাছিই আছি। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। আমি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় আছি। এখানেই আমার জন্মদিন উদ্যাপন করব। আবার ইউটিউব চ্যানেল খুলে ভিডিও প্রকাশের প্রস্তুতি নিচ্ছি।’ ভক্তদের জন্যই তাঁর এই উদ্যোগ, জানিয়েছেন শাবনূর।
বাংলাদেশের চলচ্চিত্রে একসময় একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন শাবনূর। প্রয়াত চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ ছবি দিয়ে শাবনূরের অভিষেক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয়ের জন্য ২০০৫ সালে জাতীয় পুরস্কার পান তিনি।