বিনোদন প্রতিবেদক, ঢাকা
সত্য ঘটনা অবলম্বনে নাটক বা সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। তবে ওটিটি যুগে প্রবেশ করার পর এ প্রবণতা বহুগুণে বেড়েছে। বলা যায়, এখন সত্য ঘটনা নিয়ে কনটেন্ট নির্মাণের ট্রেন্ড চলছে। এমনই আরেকটি ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। বানিয়েছেন আবু শাহেদ ইমন। আট পর্বের ওয়েব সিরিজটির পরতে পরতে রয়েছে সাসপেন্স।
এতে অভিনয় করেছেন সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, মাজনুন মিজান, অশোক বেপারীসহ অনেকে। এ সিরিজে বিশেষ চমক নিয়ে হাজির হবেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
‘মারকিউলিস’ সাবিলা নূরের প্রথম ওয়েব সিরিজ। অভিনেত্রী বলেন, ‘অনেক প্রস্তুতি নিয়ে এর শুটিং করেছি। আমার চরিত্রের নাম জয়িতা। চরিত্রটি ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সাল করেছি। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে। এখন দর্শকের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।’
মম বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রের নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে।’ সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্ট লুক। খুব শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মারকিউলিস’।