হোম > ছাপা সংস্করণ

ভারী বৃষ্টিতে ফের বন্যা, ভোগান্তি

আজকের পত্রিকা ডেস্ক

অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি উঠেছে বসতবাড়িতে। ভেসে গেছে কয়েক শ মাছের ঘের, শাকসবজি ও আমন ধানের বীজতলা। পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন লক্ষাধিক মানুষ। জলাবদ্ধ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

পানির নিচে চট্টগ্রামের নিম্নাঞ্চল
চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, দোকানপাট ও কয়েকটি মার্কেটে। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, বাদুড়তলা, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, ডিসি রোড, দেওয়ানবাজার, হালিশহর, নয়াবাজারসহ অন্তত ১৬টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ 
নোয়াখালীর ৯টি উপজেলা ও ৮টি পৌরসভার বেশির ভাগ সড়ক, বাসাবাড়ি পানিতে তলিয়েছে। ভেসে গেছে মাছের ঘের ও আমন ধানের বীজতলা। পানিবন্দী হয়ে বিপাকে জেলার প্রায় ৮০ ভাগ মানুষ। এরই মধ্যে জলাবদ্ধ এলাকাগুলোর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ফেনীতে প্লাবিত ৭৫ গ্রাম
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৭৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল বেলা ৩টার দিকে নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তলিয়ে যাওয়ার উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। 

লক্ষ্মীপুরের ২০ এলাকা প্লাবিত 
লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে হাঁটুসমান জলাবদ্ধতা। জোয়ারের পানিতে উপকূলের ২০টি এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক ঘেরের মাছ। এর মধ্যে কমলনগর উপজেলার কালকিনি, সাহেবেরহাট, পাটওয়ারীরহাট, চরফলকন, চরমার্টিন ও চরলরেঞ্চ ইউনিয়ন এবং রামগতি উপজেলার আলেকজান্ডার, বড়খেরী, চরগাজী, চরআবদুল্লাহ ইউনিয়নের নিম্নাঞ্চলের ২০টি এলাকা প্লাবিত হয়েছে। 

কমলগঞ্জে নিমজ্জিত বিভিন্ন সড়ক 
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে 
পানি ঢুকে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কমলগঞ্জ-আদমপুর এবং শমসেরনগর-কুলাউড়া সড়কের শমসেরনগর বিমানবন্দর এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। কমলগঞ্জ পৌরসভার খুশালপুর, ইসলামপুর, মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চলের আউশ ধানের জমি তলিয়ে গেছে।

চৌদ্দগ্রামে পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে। 

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি]

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন