বাংলাদেশে মানবদেহে জিংকের ঘাটতি সমস্যার সমাধানে কৃষি বিজ্ঞানীরা জিংকসমৃদ্ধ ব্রি ধান-৬২, ব্রি ধান-৬৪, ব্রি ধান-৭২ উদ্ভাবন করেছেন। এই ধান নিয়ে ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় মাঠ দিবসের আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই জাতের ধানকে ব্র্যান্ডিং করা এবং মানুষের দেহের জিংকের ঘাটতি পূরণে সরকারের পাশাপাশি এনজিওর মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে চাষ।
গত বুধবার অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, জেমস বিশ্বাস প্রমুখ।