গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আমির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল শনিবার সকালে নলডাঙ্গা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আমির উদ্দিন উপজেলার প্রতাপ গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমির উদ্দিন নিজ বাড়ি থেকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে নলডাঙ্গা রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। কিছু ক্ষণ পর মারা যান তিনি।’
নলডাঙ্গা রেলস্টেশনের দায়িত্বরত কিম্যান ফারুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাতি আনিছার মিয়া জানান, বয়সের ভারে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন বৃদ্ধ আমির আলী। তিনি কানেও খুব কম শোনেন। ট্রেনের হুইসিল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাঁর।